রাজধানীর শান্তিবাগ এলাকা থেকে চুরি করে শিশু বিক্রির সময় ২ নারীসহ ৪ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এ সময় এক নবজাতককে উদ্ধার করা হয়।
শান্তিবাগের চেয়ারম্যানবাড়ি এলাকার ১৩৭, মাশাল্লাহ ম্যানশন থেকে শুক্রবার বিকেল ৫টার দিকে তাদেরকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মন মাহমুদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বাড়িটিতে ২ দিন বয়সের একটি ছেলে শিশুর জন্য একটি গ্রুপ ১ লাখ টাকা লেনদেন করছিল। এ সময় ঘটনাস্থল থেকে ২ নারীসহ ৪ জনকে আটক করা হয় এবং শিশুটিকে উদ্ধার করা হয়।’
আটকরা শিশু বিক্রি চক্রের সঙ্গে সম্পৃক্ত, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি বলেও জানান রুম্মন মাহমুদ।
শান্তিবাগের চেয়ারম্যানবাড়ি এলাকার ১৩৭, মাশাল্লাহ ম্যানশন থেকে শুক্রবার বিকেল ৫টার দিকে তাদেরকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মন মাহমুদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বাড়িটিতে ২ দিন বয়সের একটি ছেলে শিশুর জন্য একটি গ্রুপ ১ লাখ টাকা লেনদেন করছিল। এ সময় ঘটনাস্থল থেকে ২ নারীসহ ৪ জনকে আটক করা হয় এবং শিশুটিকে উদ্ধার করা হয়।’
আটকরা শিশু বিক্রি চক্রের সঙ্গে সম্পৃক্ত, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি বলেও জানান রুম্মন মাহমুদ।