বাংলাদেশ

মীর কাসেমের মামলায় বিচারপতি লড়বেন কি না? সিদ্ধান্ত সোমবার

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর পক্ষে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী মামলা পরিচালনা করবেন কি না তা আগামীকাল সোমবার জানা যাবে। রোববার দুপুরে এ বিষয়ে মীর কাসেম আলীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেমের সঙ্গে সুপ্রিম কোর্ট বারের কনফারেন্স কক্ষে বৈঠক করেন নজরুল ইসলাম চৌধুরী।

বৈঠক শেষে নাম প্রত্যাহারের বিষয়ে আগামীকাল সোমবার এ বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘আগামী কাল সবকিছু জানতে পারবেন। আজকে এ বিষয়ে আমি কিছু বলব না।’

মীর কাসেম আলীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী কোনো আইনজীবী মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করতে হলে তাঁকে আদালতে সেটি উপস্থাপন করতে হয়। এরপর তিনি ঘোষণা দিতে পারেন। আগামীকাল মীর কাসেম আলীর মামলার শুনানি আছে। তিনি নাম প্রত্যাহার করবেন কি না, তা আগামীকাল আদালতে উপস্থাপন করবেন। তবে একজন আইনজীবী যদি কোনো আসামির আইনজীবী হিসেবে আদালতে দাঁড়ান তবে তিনি ওই আসামির পক্ষের বা ভক্ত হয়ে যান না। বরং আইনি প্রক্রিয়ায় আদালতকে সহায়তা করাই আইনজীবীর কাজ।’   

মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম বলেন, ‘বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী অবসরে যাওয়ার পর এর আগে আপিল বিভাগে আইনজীবী হিসেবে আরো পাঁচটি ব্যক্তিগত মামলা পরিচালনা করেছেন । মামলাগুলো হলো CPLA NO.1516 OF 2013, CPLA NO. 1230/ 1231 OF 2014। এসব মামলায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর বিপরীত পক্ষে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইনজীবী ছিলেন। তখন কিন্তু অ্যাটর্নি জেনারেল কোনো প্রশ্ন তোলেননি। এখন মীর কাসেম আলীর মামলার সময় তাঁর সমালোচনা করা হচ্ছে। মীর কাসেম আলীর মামলা পরিচালনায় বিচারপতি নজরুল ইসলাম থাকবেন কি না, তা আগামীকাল আদালতে জানা যাবে।’