বাংলাদেশ

সংসদে অসুস্থ হয়ে হাসপাতালে রেলমন্ত্রী

জাতীয় সংসদে অধিবেশন চলার সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেলপথমন্ত্রী মুজিবুল হক। দশম সংসদের নবম অধিবেশনে সোমবার প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিতে গিয়ে নাক দিয়ে রক্ত পড়ছিল রেলমন্ত্রীর। বিষয়টি অগ্রাহ্য করেই তিনি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এক পর্যায়ে অন্য সংসদ সদস্যরা এসে তাকে থামিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করে নিয়ে যান। পরে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

মাগরিবের বিরতির পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে প্রশ্ন উত্থাপন করেন ভোলা-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। তার প্রশ্নের উত্তর দেওয়ার এক পর্যায়ে মন্ত্রীর নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। তবে তিনি তা টিস্যু দিয়ে মুছে প্রশ্নের উত্তর দেওয়া অব্যাহত রাখেন।

অন্যান্য সদস্যরাও পরিস্থিতি বুঝে উঠতে কিছুটা সময় নেন। হঠাৎ করে ঘটনা বুঝতে পেরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া মন্ত্রীকে এসে ধরেন। তারা স্পিকারের দৃষ্টি আর্কষণের পর স্পিকার মন্ত্রীর জবাব পঠিত বলে উল্লেখ করেন।

এরপর মন্ত্রী ও সংসদ সদস্যরা রেলমন্ত্রীকে ধরাধরি করে অধিবেশন কক্ষ থেকে বের করে নিয়ে আসেন। তাকে লবিতে শুইয়ে রাখা হয়। সোফায় কিছুক্ষণ শুয়ে থাকার পর মন্ত্রী উঠে দাঁড়িয়ে জানান তিনি ঠিক আছেন। সে সময় লবিতে ছুটে যান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানকসহ অন্যান্য সংসদ সদস্যরা। তারা মন্ত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়ার তাগিদ দেন। পরে এ্যাম্বুলেন্সে করে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানান।