বাংলাদেশ

মুহাম্মদ (স.) কে নিয়ে বিতর্কিত বই প্রকাশ, ব-দ্বীপ প্রকাশনীর স্টল বন্ধ

মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে বিতর্কিত বই প্রকাশের অভিযোগে অমর একুশে গ্রন্থমেলায় ব-দ্বীপ প্রকাশনীর স্টল বন্ধ করে দিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে পুলিশ গ্রন্থমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ব-দ্বীপ প্রকাশনীর ১৯১ নম্বর স্টলটি বন্ধ করে দেয়।

এ সময় স্টলটি থেকে 'ইসলাম ও বিতর্ক’ নামক একটি বই জব্দ করা হয়। এ বইয়ে মহানবী (সা.) ও তাঁর স্ত্রীদের নিয়ে অশ্লীল মন্তব্য করা হয়েছে। বইটি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় সৃষ্টি হয়েছে।

এরপর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বইটি জব্দ করে ব-দ্বীপ প্রকাশনীর স্টল বন্ধ করে দেয়া হয়।