দেশের বিভিন্ন স্থানে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গের বারইপাড়া।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ৬ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।
এখন পর্যন্ত রাজশাহী, নাটোর, মেহেরপুর ও চুয়াডাঙ্গা কম্পন অনুভূত হয়েছে।
কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান। তবে এখনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে, গত বছরের ২ ডিসেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব–উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এলএবাংলাটাইমস/আইটিএলএস