বিএনপির গলার জোর কমে গেছে, কিন্তু মুখের বিষ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপি আসলে যুক্তরাষ্ট্রের কাছে যা চেয়েছিল তা পায়নি। তাই এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এ ইস্যুতে নিশ্চুপ হয়ে গেছে। মার্কিন প্রতিনিধিদলের সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, মূলত এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে এসেছিল। আমরা বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু বন্ধুর পরিবর্তে যারা প্রভু হতে চায় তাদের দাসত্ব আমরা মানি না, মানব না।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপি আসলে যুক্তরাষ্ট্রের কাছে যা চেয়েছিল তা পায়নি। তাই এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এ ইস্যুতে নিশ্চুপ হয়ে গেছে। মার্কিন প্রতিনিধিদলের সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, মূলত এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে এসেছিল। আমরা বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু বন্ধুর পরিবর্তে যারা প্রভু হতে চায় তাদের দাসত্ব আমরা মানি না, মানব না।
এলএবাংলাটাইমস/আইটিএলএস