বাংলাদেশ

বুধ-বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা

ফাগুনের শেষ সময়ে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল বুধবার থেকে এই বৃষ্টি ২ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বুধবার খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরদিন একই ধরনের বৃষ্টির আভাস রয়েছে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের জন্য। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাসও দেওয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস