বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে কেক কাটলেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় ৫০ পাউন্ডের চারটি কেক কেটে ছেলে তারেক রহমানের জন্মদিন উদযাপন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে বিএনপির পক্ষ থেকে পরে দলের অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে পৃথক পৃথকভাবে কেক কাটেন খালেদা জিয়া।
১৯৬৫ সালের ২০ নভেম্বর তারেক রহমান বগুড়ায় জন্ম নেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলেকে বিএনপির পরবর্তী কর্ণধার হিসেবে দেখে আসছেন দলের নেতা-কর্মীরা।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন মামলা মাথায় নিয়ে ছয় বছর ধরে সপরিবারে যুক্তরাজ্যে রয়েছেন। তার বিরুদ্ধে মামলাগুলো ‘ষড়যন্ত্রমূলক’ বলে বিএনপির দাবি।
২০০৭ সালে জরুরি অবস্থায় গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে পরের বছরই লন্ডন যান তারেক। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন বলে বিএনপি নেতারা বলে আসছেন।
জন্মদিন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে বিএনপির পক্ষ থেকে পরে দলের অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে পৃথক পৃথকভাবে কেক কাটেন খালেদা জিয়া।
১৯৬৫ সালের ২০ নভেম্বর তারেক রহমান বগুড়ায় জন্ম নেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলেকে বিএনপির পরবর্তী কর্ণধার হিসেবে দেখে আসছেন দলের নেতা-কর্মীরা।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন মামলা মাথায় নিয়ে ছয় বছর ধরে সপরিবারে যুক্তরাজ্যে রয়েছেন। তার বিরুদ্ধে মামলাগুলো ‘ষড়যন্ত্রমূলক’ বলে বিএনপির দাবি।
২০০৭ সালে জরুরি অবস্থায় গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে পরের বছরই লন্ডন যান তারেক। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন বলে বিএনপি নেতারা বলে আসছেন।
জন্মদিন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।