বাংলাদেশ

ভূমি বিষয়ে সাধারণ জ্ঞান নেই তাই হয়রানির শিকার সাধারন মানুষ

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ভূমি বিষয়ে সাধারণ জ্ঞান না থাকার কারণে অনেক সময় নাগরিক হয়রানি হয়। ভূমি মালিকরা জমির নামজারি কি বোঝে না। সাফ কবলা দলিল কী বোঝে না। পর্চা কী এটা অনেক শিক্ষিত মানুষও বোঝে না। ভূমির ওপর মানুষের যে অধিকার রয়েছে সে বিষয়ে নাগরিকরা সচেতন না। এ সুযোগে মাঠের কর্মচারীরা নানা অনিয়মে জড়িয়ে পড়েন।   বুধবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে খুলনা জেলা সাংবাদিক ফোরাম আয়োজিত ভূমিসেবা সহজীকরণ ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি ফসিহ উদ্দিন মাহতাবের সভাপত্বি আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে খুলনা-৬ আসনের সংসদ সদস্য রশিদুজ্জামান, দিলি­র প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সভাপতি মোরসালিন নোমানি বক্তৃতা করেন। ভূমিমন্ত্রী আরও বলেন, এখন ভূমি ব্যবস্থাপনা অতীতের চেয়ে সহজ হয়েছে। আগামী দিনে আরও সহজ হবে। এখন ই-নামজারি, ই-ল্যান্ড টেক্স চালু করা হয়েছে। এলএবাংলাটাইমস/আইটিএলএস