বাংলাদেশ

আগৈলঝাড়ায় ডাকাত সন্দেহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৭ সদস্যকে আটক

আগৈলঝাড়ায় ডাকাত সন্দেহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৭ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শনিবার রাতে উজিরপুরের সাতলা থেকে আগৈলঝাড়া উপজেলার নদীবন্দর বাগধা বাজারে অভিযানে যাওয়ার পথে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাত সন্দেহে তাদের আটক করা হয়। পরে তাদের বাগধা বাজারের একটি দোকানে বসিয়ে রেখে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ১৭ জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আগৈলঝাড়া থানার ওসি মো. আলম চাঁদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেনের সঙ্গে ফোনে কথা বলে পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা উদ্ধারে ১৭ জন সদস্যের একটি টিম আগৈলঝাড়ার বাগধা বাজারে অভিযানে যায়। পরে স্থানীয়রা তাদের ডাকাত সন্দেহে আটক করে পুলিশে দেয়। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পরে পুলিশ তাদের ছেড়ে দিয়েছে। এলএবাংলাটাইমস/আইটিএলএস