রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে জাহিদ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর চিড়িয়াখানার হাতির মাহুত আজাদ আলীর ছেলে।
বৃহস্পতিবার ঈদের দিন সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, মাহুত আজাদ আলী ছেলেকে নিয়ে হাতির ব্যায়ামখানায় যান। হাতি অপরিচিত মানুষ পেয়ে আক্রমণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে বলেন, হাতি আক্রমণের পর আজাদ আলী ছেলেকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেন। তখন পর্যন্ত চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আজাদ কিছু জানাননি। পরে আজাদ আলীর সঙ্গে আমার কথা হয়েছে। হাসপাতালে নেওয়ার আগে পথেই জাহিদের মৃত্যু হয়। ছেলের লাশ নিয়ে আজাদ মৌলভীবাজারে উদ্দেশে রওনা হয়েছেন বলে জেনেছি। এলএবাংলাটাইমস/আইটিএলএস
বৃহস্পতিবার ঈদের দিন সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, মাহুত আজাদ আলী ছেলেকে নিয়ে হাতির ব্যায়ামখানায় যান। হাতি অপরিচিত মানুষ পেয়ে আক্রমণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে বলেন, হাতি আক্রমণের পর আজাদ আলী ছেলেকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেন। তখন পর্যন্ত চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আজাদ কিছু জানাননি। পরে আজাদ আলীর সঙ্গে আমার কথা হয়েছে। হাসপাতালে নেওয়ার আগে পথেই জাহিদের মৃত্যু হয়। ছেলের লাশ নিয়ে আজাদ মৌলভীবাজারে উদ্দেশে রওনা হয়েছেন বলে জেনেছি। এলএবাংলাটাইমস/আইটিএলএস