বাংলাদেশ

শাহজালালের থার্ড টার্মিনালে ঢুকে গেল রাইদা বাস, প্রকৌশলীর মৃত্যু

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে রাইদা পরিবহনের বাস নিমন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে ভেতরে ঢুকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আরোহী মাইদুল ইসলাম সিদ্দিক (৩৬) নামের সিভিল এভিয়েশনে সহকারী উপ প্রকৌশলী মারা যান। আজ শুক্রবার সকাল ১০টায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার উপপরিদর্শক সুমন চন্দ্র দাস বলেন, ‘সকাল ১০টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর তৃতীয় টার্মিনালে রাইদা পরিবহনের একটি বাস নিমন্ত্রণ হারিয়ে দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়।
বাসটি সেখানে সড়কে থাকা একটি মোটরসাইকেলে চাপা দেয় এতে আরোহী মাইদুল ইসলাম গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরো বলেন, ‘সেখান থেকে তার লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।চালক পলাতক রয়েছে।’   মৃতের দুলাভাই মাসুদ রানা বলেন, ‘সকালে বাসা থেকে মোটরসাইকেলযোগে কাজে বের হয়েছিলেন মাইদুল। পরে খবর পাই সে দুর্ঘটনার শিকার হয়েছে।’ মৃত ব্যাক্তি  গুড়া সদর উপজেলার শামসুদ্দিন কালামের ছেলে।
তিনি কাওলা সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টারে পরিবার নিয়ে থাকতেন। তিন বছর আগে বিয়ে করেন তিনি। তার স্ত্রীর নাম হিরানি চৌধুরী। ১২ বছর যাবৎ সিভিল এভিয়েশনে চাকরি করছিলেন। এলএবাংলাটাইমস/আইটিএলএস