বাংলাদেশ

সারাদেশে অভিযান চালিয়ে ১৫টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে

সারাদেশে অভিযান চালিয়ে ৪০৫টি গাড়ির নামে মামলা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর মধ্যে ১৫টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।   আজ শুক্রবার দেশের আট বিভাগের আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিআরটিএ। এতে এসব মামলার বিপরীতে ১০ লাখ ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  
বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদার করতে এবং অবৈধ নসিমন, করিমন, তিন চাকার যান, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালিত হয়। বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে।   এলএবাংলাটাইমস/আইটিএলএস