বাংলাদেশ

গভর্নরের পদত্যাগ প্রমাণ করে চুরির সঙ্গে সরকার জড়িত : রিজভী

গভর্নরের পদত্যাগই প্রমাণ করে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির সঙ্গে সরকারের উচ্চ মহল জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এছাড়া সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নোত্তরে স্পষ্ট হয়ে ওঠে, আসন্ন কাউন্সিলের ভেন্যু নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে বিএনপি।

বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘টাকা চুরির ঘটনায় রাঘব বোয়াল কারা? কাদের যোগসাজশে ঘটনাটি হচ্ছে? সেটি তদন্ত না হওয়ার আগেই বিদায়ী গভর্নর সাহেবকে যে সার্টিফিকেট দেওয়া হল তাতে মনে হয় যে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকেই বিষয়গুলো ঘটছে।’

তিনি আরও বলেন, ‘গভর্নরের পদত্যাগের মাধ্যমে প্রমাণ হয় যে, এই অর্থ চুরির সঙ্গে শুধু তিনিই দায়ী নন এর সঙ্গে সরকারের উচ্চ মহলও জড়িত।’

কাউন্সিল অনুষ্ঠানের ভেন্যু প্রসঙ্গে রিজভী বলেন, ‘কাউন্সিলের একটা ভাব গাম্ভীর্য ও নিরাপত্তার বিষয় রয়েছে, এটা আমরা ওপেন করি না। এখানে শুধুমাত্র কাউন্সিলররা উপস্থিত থাকে। এমনকি এখানে মিডিয়াও থাকে না। সে জন্য এটা করতে সবচেয়ে ভাল ক্লোজ ডোর হলে হয়। কাউন্সিল আমরা কোথায় করব সেটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’