একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করবেন বলে কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন।
বুধবার সকালে মাওলানা নিজামীর মৃত্যু পরোয়ানা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এ পৌঁছায়। এরপর কারা কর্তৃপক্ষ তাকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনায়।
জানা যায়, মৃত্যু পরোয়ানা শোনার পর মতিউর রহমান নিজামী তার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে রিভিউ আবেদন করবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার মাওলানা নিজামীর ফাঁসির রায় বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার সকালে মাওলানা নিজামীর মৃত্যু পরোয়ানা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এ পৌঁছায়। এরপর কারা কর্তৃপক্ষ তাকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনায়।
জানা যায়, মৃত্যু পরোয়ানা শোনার পর মতিউর রহমান নিজামী তার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে রিভিউ আবেদন করবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার মাওলানা নিজামীর ফাঁসির রায় বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।