নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ২৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সিপিপির ৩ হাজার ৬০০ জন কর্মীকে সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা।
রোববার বিকালে (২৬ মে) প্রবল জোয়ারে হাতিয়া উপজেলার অনেক এলাকা ৩-৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
এদিকে রোববার সকালে উপজেলার কিছু এলাকা ঘুরে দেখেছেন স্থানীয় এমপি মোহাম্মদ আলী। এছাড়া বিচ্ছিন্ন হরনী ও চানন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ ও জেলা প্রশাসক মাহবুবুর রহমান। ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়ার দ্বীপের ওপর দিয়ে প্রবল বেগে বাতাস বইছে। সেই সঙ্গে বৃষ্টির গতিবেগও বেড়েছে। সাগর ও নদীর উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় ভাঙন দেখা দিয়েছে। নদীর তীরবর্তী এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা জানান, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় মেডিকেল টিম ও জরুরি সেবাসহ সব প্রকার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এলএবাংলাটাইমস/আইটিএলএস
রোববার বিকালে (২৬ মে) প্রবল জোয়ারে হাতিয়া উপজেলার অনেক এলাকা ৩-৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
এদিকে রোববার সকালে উপজেলার কিছু এলাকা ঘুরে দেখেছেন স্থানীয় এমপি মোহাম্মদ আলী। এছাড়া বিচ্ছিন্ন হরনী ও চানন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ ও জেলা প্রশাসক মাহবুবুর রহমান। ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়ার দ্বীপের ওপর দিয়ে প্রবল বেগে বাতাস বইছে। সেই সঙ্গে বৃষ্টির গতিবেগও বেড়েছে। সাগর ও নদীর উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় ভাঙন দেখা দিয়েছে। নদীর তীরবর্তী এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা জানান, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় মেডিকেল টিম ও জরুরি সেবাসহ সব প্রকার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এলএবাংলাটাইমস/আইটিএলএস