লস এঞ্জেলেস

রিভারসাইড কাউন্টির শেরিফ ডেপুটি গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার

রিভারসাইড কাউন্টি শেরিফ অফিসের এক কর্মকর্তা গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গ্রেপ্তারকৃত কর্মকর্তার নাম ডাকোটা রবসন (২৫)। গত ৯ অক্টোবর বিভাগটির অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়, যখন জানা যায় রবসনের কাছে একটি চুরি হওয়া গাড়ি রয়েছে। তদন্ত শেষে রবসনকে লেক এলসিনোর এলাকায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে — যানবাহন চুরির অভিযোগ, চুরি করা যানবাহন রাখার অভিযোগ, এবং অনুমতিহীনভাবে কম্পিউটার ব্যবহারের অভিযোগ। রবসন ২০২৩ সালের জুন থেকে রিভারসাইড কাউন্টি শেরিফ অফিসে কর্মরত ছিলেন এবং সম্প্রতি সাউথওয়েস্ট শেরিফ স্টেশনে দায়িত্ব পালন করছিলেন। কর্তৃপক্ষ আরও জানায়, তাকে বেতনের সঙ্গে প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে ফিরতে পারবেন না। ঘটনাটি এখনও তদন্তাধীন থাকায় আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তদন্তে সহযোগিতা করতে বা তথ্য দিতে আগ্রহীরা স্পেশাল ইনভেস্টিগেশন ব্যুরোর ডেপুটি কোলারের (৯৫১-৯৫৫-১৭০০) সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে শেরিফ অফিস। এলএবাংলাটাইমস/ওএম