বাংলাদেশ

মুক্তি পেলেন সিলেটের মেয়র আরিফ

সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় জামিন পাওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সিলেট সিটি কররপোরেশনের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী। সোমবার দুপুরে তিনি মুক্তি লাভ করেছেন।

আরিফুল হক চৌধুরীর আইনজীবী ব্যরিষ্টার আব্দুল হালিম কাফি বিষয়টি নিশ্চিত করে  জানন, কারা কর্তৃপক্ষ জামিনের কাগজ যাচাই বাচাই করার পর সকালের দিকে আরিফুল হক চৌধুরীকে মুক্তি দিয়েছেন।

গত ২২ মার্চ কিবরিয়া হত্যা মামলায় হাইকোর্ট থেকে ১৫ দিনের জামিন পান আরিফুল হক চৌধুরী। সিলেটের বরখাস্ত হওয়া মেয়রকে তার মায়ের অসুস্থতা বিবেচনায় নিয়ে হাইকোর্ট এই জামিন মঞ্জুর করে। একই সঙ্গে জামিনের মেয়াদ শেষ হলে তাকে নিম্ন আদালতে আত্মসমপর্ণ করতে বলা হয়েছে।