দেশের বিভিন্ন স্থানে গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। খবর আমাদের অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের।
খুলনা ও ডুমুরিয়া :খুলনায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও চার জন গুরুতর আহত হয়েছেন। গত সোমবার ঈদের দিন রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—হাফেজ নূর ইসলাম (৪৫) ও জাহাঙ্গীর আলম (৩৫)। তাদের বাড়ি ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামে। এছাড়া গুরুতর আহতরা হলেন—রুদ্র, শরিফুল ইসলাম, মারুফ ও কুদ্দুস।
গাজীপুর :সোমবার ভোরে গাজীপুর মহানগরীর টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের মধ্যে থাকা বিভাজকে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন— দেলোয়ার ও রাকিব। আহতের নাম নাজিম। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নলছিটি (ঝালকাঠি) :উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় রবিবার রাতে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হন। নিহতরা হলেন—রাজাপুরের সিএনজিচালক মো. আলামিন (৩৫) ও পিরোজপুরের আলতাফ মুন্সী (৭০)। টেকেরহাট (মাদারীপুর): মঙ্গলবার সকালে টেকেরহাট বন্দরসংলগ্ন চরপ্রসন্নদীতে বাস, প্রাইভেট কার ও অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালকসহ দুই জন নিহত হন । এ সময় আহত হন ১০ যাত্রী। নিহতরা হলেন—অটোরিকশা চালক রাজিব শেখ (২২), শাহেব আলী শেখ (৫০)। চুয়াডাঙ্গা :চুয়াডাঙ্গায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও এক জন আহত হয়েছেন। গত সোমবার ও মঙ্গলবার সদর উপজেলা এবং জীবননগর উপজেলায় পৃথক এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন—দ্বাদশ শ্রেণির ছাত্র রাজ (১৮), মুকুল হোসেন (৫০) ও শুকুর হালসানা (৫৫)। এছাড়া আহত হন সজিব। বন্দর (নারায়ণগঞ্জ) : বন্দরে মঙ্গলবার বিকালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন—অন্তর (২৩) ও তাজনেহারা (১৭)। তারা মোটরসাইকেল নিয়ে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে চলন্ত অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলে মারা যায়। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। গত সোমবার সকালে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় ও বিকালে কসবা উপজেলার গোপীনাথপুর সেকান্দরপাড়ায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—রবিউল খান (৫০), হুমায়ূন খান (৪৫) ও ফয়সাল আহমেদ (১৭)। আহতের নাম মনিরুল ইসলাম। মুন্সীগঞ্জ ও টঙ্গীবাড়ি: টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত দুই জনের মধ্যে পথিমধ্যে আরো এক জনের মৃত্যু হয়। আহত অপরজনকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার রাতে উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. নাসির ছৈয়াল (২৬) ও মোকসেদ গাজী (২৭)। নিহতরা সম্পর্কে বেয়াই। আহত ব্যক্তির নাম মো. সোহাগ। অপরদিকে রবিবার রাতে শ্রীনগর ফেরিঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল নামে (৪০) এক পথচারী নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রূপক গুরুতর আহত হন। এছাড়া গজারিয়ায় রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক পুরুষ (৬০) নিহত হন। আহত হন নারীসহ ৪ জন। রামগড় (খাগড়াছড়ি) : খাগড়াছড়িতে মঙ্গলবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রাজীব শেখ (২৫) নামে একজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। দীঘিনালায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন রাজীব। অপরদিকে গুইমারার হাতিমোড়া পুলিশ ক্যাম্পের সামনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বড় গাছে ধাক্কা দিলে কমপক্ষে ২৫ যাত্রী আহত হন। এছাড়া ফরিদপুরের মধুখালী, নেত্রকোনার পূর্বধলা, চন্দনাইশের দোহাজারী, বরিশালের উজিরপুর, চট্টগ্রামের লোহাগাড়া ও মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরো ছয় জন নিহত ও এক জন আহত হয়েছেন। এলএবাংলাটাইমস/আইটিএলএস
খুলনা ও ডুমুরিয়া :খুলনায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও চার জন গুরুতর আহত হয়েছেন। গত সোমবার ঈদের দিন রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—হাফেজ নূর ইসলাম (৪৫) ও জাহাঙ্গীর আলম (৩৫)। তাদের বাড়ি ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামে। এছাড়া গুরুতর আহতরা হলেন—রুদ্র, শরিফুল ইসলাম, মারুফ ও কুদ্দুস।
গাজীপুর :সোমবার ভোরে গাজীপুর মহানগরীর টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের মধ্যে থাকা বিভাজকে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন— দেলোয়ার ও রাকিব। আহতের নাম নাজিম। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নলছিটি (ঝালকাঠি) :উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় রবিবার রাতে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হন। নিহতরা হলেন—রাজাপুরের সিএনজিচালক মো. আলামিন (৩৫) ও পিরোজপুরের আলতাফ মুন্সী (৭০)। টেকেরহাট (মাদারীপুর): মঙ্গলবার সকালে টেকেরহাট বন্দরসংলগ্ন চরপ্রসন্নদীতে বাস, প্রাইভেট কার ও অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালকসহ দুই জন নিহত হন । এ সময় আহত হন ১০ যাত্রী। নিহতরা হলেন—অটোরিকশা চালক রাজিব শেখ (২২), শাহেব আলী শেখ (৫০)। চুয়াডাঙ্গা :চুয়াডাঙ্গায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও এক জন আহত হয়েছেন। গত সোমবার ও মঙ্গলবার সদর উপজেলা এবং জীবননগর উপজেলায় পৃথক এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন—দ্বাদশ শ্রেণির ছাত্র রাজ (১৮), মুকুল হোসেন (৫০) ও শুকুর হালসানা (৫৫)। এছাড়া আহত হন সজিব। বন্দর (নারায়ণগঞ্জ) : বন্দরে মঙ্গলবার বিকালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন—অন্তর (২৩) ও তাজনেহারা (১৭)। তারা মোটরসাইকেল নিয়ে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে চলন্ত অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলে মারা যায়। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। গত সোমবার সকালে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় ও বিকালে কসবা উপজেলার গোপীনাথপুর সেকান্দরপাড়ায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—রবিউল খান (৫০), হুমায়ূন খান (৪৫) ও ফয়সাল আহমেদ (১৭)। আহতের নাম মনিরুল ইসলাম। মুন্সীগঞ্জ ও টঙ্গীবাড়ি: টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত দুই জনের মধ্যে পথিমধ্যে আরো এক জনের মৃত্যু হয়। আহত অপরজনকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার রাতে উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. নাসির ছৈয়াল (২৬) ও মোকসেদ গাজী (২৭)। নিহতরা সম্পর্কে বেয়াই। আহত ব্যক্তির নাম মো. সোহাগ। অপরদিকে রবিবার রাতে শ্রীনগর ফেরিঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল নামে (৪০) এক পথচারী নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রূপক গুরুতর আহত হন। এছাড়া গজারিয়ায় রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক পুরুষ (৬০) নিহত হন। আহত হন নারীসহ ৪ জন। রামগড় (খাগড়াছড়ি) : খাগড়াছড়িতে মঙ্গলবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রাজীব শেখ (২৫) নামে একজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। দীঘিনালায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন রাজীব। অপরদিকে গুইমারার হাতিমোড়া পুলিশ ক্যাম্পের সামনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বড় গাছে ধাক্কা দিলে কমপক্ষে ২৫ যাত্রী আহত হন। এছাড়া ফরিদপুরের মধুখালী, নেত্রকোনার পূর্বধলা, চন্দনাইশের দোহাজারী, বরিশালের উজিরপুর, চট্টগ্রামের লোহাগাড়া ও মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরো ছয় জন নিহত ও এক জন আহত হয়েছেন। এলএবাংলাটাইমস/আইটিএলএস