অরেঞ্জ কাউন্টিতে গুলির ঘটনায় তিনজন অপ্রাপ্তবয়স্কসহ চারজন আহত হয়েছেন। সোমবার ভোরে ঘটনাটি ঘটে বুয়েনা পার্কের কমনওয়েলথ অ্যাভিনিউ ও বিচ বুলেভার্ড এলাকায়।
পুলিশ ও অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি (OCFA) জানায়, ভোর ২টা ৩০ মিনিটের কিছু পর গুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে একটি সাদা চার দরজার সেডান গাড়ির ভেতর চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে।
ভিডিওচিত্রে দেখা গেছে, গাড়িটি রাস্তায় থেমে আছে এবং গুলির আঘাতে এর জানালাগুলো ভেঙে গেছে।
OCFA-এর মুখপাত্র জানান, আহতদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক ও একজন প্রাপ্তবয়স্ক। চারজনকেই দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
গুলির পেছনে কোনো উদ্দেশ্য ছিল কি না, তা এখনো জানা যায়নি। সন্দেহভাজন হামলাকারীরও কোনো বর্ণনা প্রকাশ করা হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম