বাংলাদেশ

আগামী সপ্তাহে তেলের দাম কমছে

 আগামী সপ্তাহেই তেলের দাম কমানোর ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনের ডিপিডিসি অর্জিত আইএসও সনদ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ ইঙ্গিত দেন তিনি।

 প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী পয়লা বৈশাখের পর যেকোনো দিন তেলের দাম কমানো সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। আমরা আশা করছি তেলের দাম কমলে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।’

তিনি আরো বলেন, ‘তিন স্তরের গ্রাহককে নিরুৎসাহী করতে গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে- সিএনজি খাত, আবাসিক খাত ও শিল্প খাত। আর এ জাতীয় সমস্যার সম্পূর্ণ সমাধান করতে কমপক্ষে ৩ বছর সময় লাগতে পারে।’