বাংলাদেশ

বরিশাল শহর রক্ষা বাঁধের কাজ সম্পন্নের জন্য পানি উন্নয়ন বোর্ডের তাগিদ

দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর বরিশাল শহর রক্ষা বাঁধের কাজ জরুরি ভিত্তিতে সম্পন্নের জন্য পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতনরা সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন। গতকাল রোববার পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাসির উদ্দিন ইত্তেফাককে জানান, ডিসি ঘাট থেকে চাঁদমারী এলাকার উল্লিখিত প্রকল্পের আওতায় ৭০০ মিটার অংশ নদী তীর প্রতিরক্ষা কাজ আগামী শুষ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়ন করা হবে। তবে ডিসি ঘাটসংলগ্ন ঝুঁকিপূর্ণ স্থানে নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য শনিবার সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে। এ বিষয়ে তাদেরকে লিখিত কোনো চিঠি দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন জানান, আপাতত মৌখিকভাবে তাগিদ দেওয়া হয়েছে। যদি দ্রুত শুরু না হয় তাহলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উপরিউক্ত প্রকল্পের আওতায় ছয়টি স্থানের মধ্যে যেসব স্থান ঝুঁকিপূর্ণ সেসব স্থানে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন শুরু হয়েছে। তবে ডিসি ঘাটসংলগ্ন চাঁদমারী এলাকায় ২০১৬ থেকে ২০১৮ সালে বরিশাল সিটি করপোরেশন কর্তৃক কীর্তনখোলা নদীর ডান তীরে ২.৬৫০ কিলোমিটার নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হয়। বাস্তবায়িত প্রতিরক্ষা কাজের কোনো অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়, তা রক্ষণাবেক্ষণ করা বাস্তবায়নকারী সংস্থার এক্তিয়ারভুক্ত। বর্তমানে ডিসি ঘাট থেকে চাঁদমারি এলাকার উল্লিখিত প্রকল্পের আওতায় ৭০০ মিটার অংশ নদী তীর প্রতিরক্ষা কাজ আগামী শুষ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়ন করা হবে। তবে ডিসি ঘাটসংলগ্ন ঝুঁকিপূর্ণ স্থানে নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া, উপরি উক্ত প্রকল্পের আওতায় ছয়টি স্থানের মধ্যে যেসব স্থান ঝুঁকিপূর্ণ সেসব স্থানে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন শুরু হয়েছে।   এলএবাংলাটাইমস/আইটিএলএস