বাংলাদেশ

ভারতীয়দের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সোনু সুদের

শেখ হাসিনার পদত্যাগ করে পালানোর পর দেশের অনেক জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষজনের বাড়িঘরে আগুন ও মন্দির ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। এসব ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এমন ঘটনার নিন্দা জানিয়ে ভারতীয়দের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার আহ্বান জানালেন বলিউড তারকা সোনু সুদ।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে সোনু সুদ এক বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বী নারীর ভিডিও শেয়ার করেন। ভিডিওতে সেই নারীকে বলতে শোনা যায়, বিজয় মিছিল নিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাদের বাড়িতে কিভাবে ভাঙচুর চালিয়েছে। তাদের দেশ ছাড়তে বলছে। এই অবস্থায় কতটা নিরাপত্তাহীনতা, অসহায় অবস্থায় রয়েছেন তারা সেটাই বারবার জানিয়েছেন তিনি ভিডিওতে।
ভিডিওটি শেয়ার করে বাংলাদেশে থাকা ভারতীয়দের ফেরত আনার আহ্বান জানিয়ে সোনু সুদ লেখেন, ‘এবার আমাদের সেরাটা দেওয়া উচিত। আমাদের সব ভারতীয় সহকর্মী ও নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার জন্য। 
যাতে ওরা এখানে ফিরে একটা শান্তির জীবন পায়। এটা খালি ভারতীয় সরকারের কর্তব্য নয়, ওরা ওদের মতো আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু একই সঙ্গে এটা আমাদেরও দায়িত্ব।   এলএবাংলাটাইমস/আইটিএলএস