সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন গ্রামের মুজিবপ্রেমী হাজারো মানুষ ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ পালিত হয়। বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে এই কর্মসূচি।
জানা গেছে, রাতইল ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন গ্রামের মুজিবপ্রেমী হাজারো মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা জানান, শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন। এলএবাংলাটাইমস/আইটিএলএস
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ পালিত হয়। বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে এই কর্মসূচি।
জানা গেছে, রাতইল ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন গ্রামের মুজিবপ্রেমী হাজারো মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা জানান, শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন। এলএবাংলাটাইমস/আইটিএলএস