নাটোরে শিক্ষার্থীদের সমাবেশে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১১ আগস্ট) সকালে শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় নাটোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত ছাত্র-ছাত্রীরা সমাবেশে যোগ দেন। এতে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখোর হয়ে উঠে সমাবেশ। সমাবেশে শিক্ষার্থী ছাড়াও অভিভাবরা মঞ্চে উপস্থিত হন। শিক্ষার্থীরা বলেন, আমরা দেশের জন্য তাজা রক্ত দিয়েছি। আমাদের ভাই-বোনেরা নিজের জীবন উৎসর্গ করেছে। শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আজ আমরা নতুন ভাবে স্বাধীনতা পেয়েছি।
তারা বলেন, শেখ হাসিনার পতন করে আমরা ঘরে ফিরেছি। আজ থেকে এখন থেকে নাটোরে কোনো সমন্বয়ক কমিটি নেই, কেউ সমন্বয়ক না। আজ থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্য কোনো দল নেই, আজ থেকে আমরা সাধারণ শিক্ষার্থী। এ আন্দোলনে কারো থেকে কারো অবদান কম নই, সবার অবদান রয়েছে। আমরা সমন্বয়ক হতে আসি নাই। আমাদের একটাই উদ্দেশ্য ছিল, স্বাধীনতা অর্জন। তা আমরা অর্জন করেছি। এখন থেকে আমরা অন্যায়, নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াবো। আমরা সকলে মিলে নতুন করে বাংলাদেশ সংস্কার করবো। এসময় সমাবেশে কৃষি উদ্যোক্তা মো. সেলিম রেজা, যমুনা টেলিভিশনের রিপোর্টার নাজমুল হাসান, শিক্ষার্থী রনি, ইসাহাক, মুসা, জনিসহ শিক্ষক ও অভিভাবকরা বক্তব্যে রাখেন। এলএবাংলাটাইমস/আইটিএলএস
রোববার (১১ আগস্ট) সকালে শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় নাটোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত ছাত্র-ছাত্রীরা সমাবেশে যোগ দেন। এতে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখোর হয়ে উঠে সমাবেশ। সমাবেশে শিক্ষার্থী ছাড়াও অভিভাবরা মঞ্চে উপস্থিত হন। শিক্ষার্থীরা বলেন, আমরা দেশের জন্য তাজা রক্ত দিয়েছি। আমাদের ভাই-বোনেরা নিজের জীবন উৎসর্গ করেছে। শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আজ আমরা নতুন ভাবে স্বাধীনতা পেয়েছি।
তারা বলেন, শেখ হাসিনার পতন করে আমরা ঘরে ফিরেছি। আজ থেকে এখন থেকে নাটোরে কোনো সমন্বয়ক কমিটি নেই, কেউ সমন্বয়ক না। আজ থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্য কোনো দল নেই, আজ থেকে আমরা সাধারণ শিক্ষার্থী। এ আন্দোলনে কারো থেকে কারো অবদান কম নই, সবার অবদান রয়েছে। আমরা সমন্বয়ক হতে আসি নাই। আমাদের একটাই উদ্দেশ্য ছিল, স্বাধীনতা অর্জন। তা আমরা অর্জন করেছি। এখন থেকে আমরা অন্যায়, নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াবো। আমরা সকলে মিলে নতুন করে বাংলাদেশ সংস্কার করবো। এসময় সমাবেশে কৃষি উদ্যোক্তা মো. সেলিম রেজা, যমুনা টেলিভিশনের রিপোর্টার নাজমুল হাসান, শিক্ষার্থী রনি, ইসাহাক, মুসা, জনিসহ শিক্ষক ও অভিভাবকরা বক্তব্যে রাখেন। এলএবাংলাটাইমস/আইটিএলএস