বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার রাজনীতির দাবা খেলায় হেরে গিয়ে বিএনপি এখন নালিশের রাজনীতির ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে।
শুক্রবার সকালে নোয়াখালীর শতবর্ষের ঐতিহ্যবাহী অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপি শতবার্ষিকী উদযাপন ও প্রাক্তন ছাত্র পূর্ণমিলণীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
ইউপি নির্বাচন বিষয়ে মন্ত্রী বলেন, “চলমান ইউপি নির্বাচনে বিভিন্ন স্থান থেকে তৃণমূলের মনোনয়ন দেয়ার ক্ষেত্রে জেলা ও উপজেলা নেতাদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি এসব মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ কে এম আবু নাছের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম অহিদুজ্জামান, ঢাকা ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াচ শরীফ ও নোয়াখালী জেলা শিক্ষা অফিসার মো. আজিজুল হক।
শুক্রবার সকালে নোয়াখালীর শতবর্ষের ঐতিহ্যবাহী অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপি শতবার্ষিকী উদযাপন ও প্রাক্তন ছাত্র পূর্ণমিলণীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
ইউপি নির্বাচন বিষয়ে মন্ত্রী বলেন, “চলমান ইউপি নির্বাচনে বিভিন্ন স্থান থেকে তৃণমূলের মনোনয়ন দেয়ার ক্ষেত্রে জেলা ও উপজেলা নেতাদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি এসব মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ কে এম আবু নাছের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম অহিদুজ্জামান, ঢাকা ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াচ শরীফ ও নোয়াখালী জেলা শিক্ষা অফিসার মো. আজিজুল হক।