বাংলাদেশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপচার্যের পদত্যাগ

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. শাহ আজম পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) উপচার্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সচিব বরাবর এই পদত্যাগ পত্র প্রেরণ করেন।
পদত্যাগ পত্রে তিনি পূর্বের কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক পদে প্রত্যাবর্তন করার কথা উল্লেখ করেছেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফিরোজ আহমেদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে গত কয়েক দিন ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্যকে পদত্যাগের জন্য গত ২০ আগস্ট ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় তারা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজ পদত্যাগ করলেন তিনি। 
এ বিষয়ে জানতে উপাচার্য প্রফেসর ফিরোজ আহমেদের মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। এলএবাংলাটাইমস/আইটিএলএস