বাংলাদেশ

প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভবনে আগুন নিয়ন্ত্রণে

নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে ভবনে থাকা প্লাস্টিকের তৈরি বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ৩ ঘণ্টা পর আগুণ নিয়ন্ত্রণে আসে। 
শুক্রবার (৩০ আগস্ট) বিকাল ৪টার দিকে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে (ডিআইপি) এ ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী, পলাশ, মাধবদী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদেকুর বারি জানান, বিকেল ৪টার দিকে প্রাণের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পাকের একটি দুতলা ভবনের প্লাস্টিকের তৈরি মালামালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুনের মাত্রা বাড়তে থাকায় নরসিংদী ও মাধবদী থেকে আরও ৫টি ইউনিট যোগ দিয়ে দীর্ঘ ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।   এলএবাংলাটাইমস/আইটিএলএস