বাংলাদেশ

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন নিশা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত দুই দেশের মধ্যে থাকা উদ্বেগজনক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন নিশা দেশাই।

বৃহস্পতিবার সকাল দশটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি দিয়েছে।

এ সফরের বিষয়ে মার্কিন দূতাবাস জানিয়েছে, দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত দুই দেশের মধ্যে থাকা উদ্বেগগুলো নিয়ে আলোচনা করবেন নিশা দেশাই। সফরকালে তিনি বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়াও বাংলাদেশের মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন।

তিন দিনের এক সফরে বুধবার ঢাকা এসেছেন নিশা দেশাই। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে পরারষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে এক টুইট বার্তায় নিশা দেশাই বলেন, বাংলাদেশে চলমান হত্যাকা- ও সন্ত্রাসবাদ দমনে ঢাকার সঙ্গে ওয়াশিংটন একযোগে কাজ করবে।

সাম্প্রতিক সময়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় দু’দেশের কূটনৈতিক সম্পর্ক ভাল যাচ্ছে না। সর্বশেষ ঢাকাস্থ মার্কিন দূতের সাবেক নিরাপত্তা কর্মীর হত্যা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে দেশটি। এ ঘটনার পর থেকে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন সরকার। এ বিষয়ে ওয়াশিংটন ডিসি বার্তাও দিয়েছে। তারপরেই নিশা দেশাইর বাংলাদেশ সফরকে বিশেষ নজরে দেখছেন কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা।

এ নিয়ে চতুর্থবারের মতো ঢাকা সফরে এলেন নিশা। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে আসেন তিনি। এরপর ২০১৪ ও ২০১৫ সালে আরো দু’দফা ঢাকায় আসেন তিনি।