বাংলাদেশ

নাশকতার দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার দুই মামলায় দুটি অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

 বুধবার বিকেলে ওই থানার দুই উপ-পরিদর্শক (এসআই) শহীদুর রহমান ও আব্দুর রাজ্জাক পৃথক দুটি চার্জশিট জমা দেন।

 মামলার তদন্ত কর্মকর্তা শহীদুর রহমান ৪(৩)১৫ নম্বর মামলায় খালেদা জিয়াসহ ২৭ জনের বিরুদ্ধে একটি এবং ৮(২)১৫ নম্বর মামলায় খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অপর একটি অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

 খালেদা জিয়াসহ অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, আমান উল্লাহ আমান, বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, আশিফা আশরাফি পাপিয়া প্রমুখ।

 ২০১৫ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে দারুস সালাম থানার দুই এসআই শাহ আলম ও মনির হোসেন মামলা দুটি দায়ের করেন।