বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের নির্বাহী কমিটির সভাপতি হিসেবে খুলনা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব হিসেবে কুষ্টিয়া জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নিম্ন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের নির্বাচনে তারা বিজয়ী হন। দীর্ঘ ২৫ বছর পর বুধবার সংগঠনের নির্বাহী কমিটির নির্বাচন অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ১৬টি পদের বিপরীতে মোট ৪৫ জন বিচারক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ৬৪ জেলার ২ হাজার ১৮৫ জন বিচারক এ নির্বাচনে ভোটার ছিলেন। ৯৪ ভাগ ভোটার তথা ২ হাজার ৩৫ জন ভোটার ভোট প্রদান করেন। গতকাল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের গণতান্ত্রিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়। অনলাইনে ভোট গ্রহণ কার্যক্রম বিকাল সাড়ে ৪টা হতে রাত পৌনে দশটা পর্যন্ত চলে। পরে ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন গালিব ও মহাসচিব মোহাম্মদ ফারুক ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক মোঃ সাব্বির ফয়েজ উপস্থিত ছিলেন।
গতকাল ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে ভোটের আয়োজন করা হয়। ভোট গ্রহণ প্রক্রিয়াটি পুরো সময় লাইভ দেখানো হয়। দীর্ঘদিন পর ভোট অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ্বসিত ছিলেন প্রার্থী, ভোটার এবং অন্তর্বর্তীকালীন কমিটির নির্বাহী কমিটির সদস্যরা। এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিম্ন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের নির্বাচনে তারা বিজয়ী হন। দীর্ঘ ২৫ বছর পর বুধবার সংগঠনের নির্বাহী কমিটির নির্বাচন অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ১৬টি পদের বিপরীতে মোট ৪৫ জন বিচারক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ৬৪ জেলার ২ হাজার ১৮৫ জন বিচারক এ নির্বাচনে ভোটার ছিলেন। ৯৪ ভাগ ভোটার তথা ২ হাজার ৩৫ জন ভোটার ভোট প্রদান করেন। গতকাল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের গণতান্ত্রিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়। অনলাইনে ভোট গ্রহণ কার্যক্রম বিকাল সাড়ে ৪টা হতে রাত পৌনে দশটা পর্যন্ত চলে। পরে ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন গালিব ও মহাসচিব মোহাম্মদ ফারুক ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক মোঃ সাব্বির ফয়েজ উপস্থিত ছিলেন।
গতকাল ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে ভোটের আয়োজন করা হয়। ভোট গ্রহণ প্রক্রিয়াটি পুরো সময় লাইভ দেখানো হয়। দীর্ঘদিন পর ভোট অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ্বসিত ছিলেন প্রার্থী, ভোটার এবং অন্তর্বর্তীকালীন কমিটির নির্বাহী কমিটির সদস্যরা। এলএবাংলাটাইমস/আইটিএলএস