বাংলাদেশ

শিগগিরই আসছে জাতীয় সংসদ ভবনের মূল নকশা

জাতীয় সংসদ ভবনের মূল স্থাপত্য, সৌন্দর্য সমুন্নত রাখতে স্থপতি লুই আই কানের মূল নকশা শিগগিরই দেশে আনা হচ্ছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
 
মূল নকশাটি যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের আর্কাইভে রক্ষিত আছে বলে কমিটিকে জানানো হয়েছে। নকশাটি দেশে পৌঁছালেই সেটির আলোকে সংসদ এলাকার সংস্কার কার্যক্রম শুরু হবে।
 
সংসদ ভবনে বুধবার দশম জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে এ সব তথ্য জানানো হয়। কমিটি সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে কমিটির সদস্য মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল কুদ্দুস, এ কে এম শাহজাহান কামাল ও মীর মোস্তাক আহমেদ রবি বৈঠকে অংশ নেন।
 
স্থপতি লুই আই কানের সংসদ ভবন এবং সংশ্লিষ্ট এলাকার মূল নকশা অনুযায়ী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যানে ছিল না। সংসদ এলাকা মূল নকশায় ফিরে গেলে কবরটি স্থানান্তর করতে হবে।
 
বৈঠকে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নিচু জমি ভরাট বন্ধ করা এবং গুলশান লেকের সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার সুপারিশ করে কমিটি।
 
বৈঠকে ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী কর্তৃক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রদত্ত প্রতিশ্রুতির উপর আলোচনা হয়।
 
এ সময় জানানো হয়, ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী কর্তৃক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে মোট ১৫টি প্রতিশ্রুতি ছিল, যার ৬টি প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে, ৮টি প্রকল্প চলমান এবং একটি প্রকল্প স্থগিত রয়েছে।
 
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।