বাংলাদেশ

অধ্যাপক এমাজউদ্দিন আহমদের স্ত্রীর ইন্তেকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদের স্ত্রী সেলিমা আহমদ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

সেলিমা আহমদ দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। বৃহস্পতিবার তার অবস্থার গুরুতর অবনতি হলে তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি সন্ধ্যায় ইন্তেকাল করেন।

মরহুমার জানাজা আগামীকাল বাদ জুমা কাঁটাবন ঢালের মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।