সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের শাস্তির দাবিতে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করেছে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতা সংগঠন’।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে প্রতীকী মঞ্চটি তৈরি করা হয়। এসময় ছাত্র আন্দোলনে সব অন্যায় ও অবিচারের সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বেআইনি কাজের জন্য শাস্তির দাবি জানায় সংগঠনটি।
‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক জনতার’ ব্যানারে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা একই সঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পুনর্বাসন ও চিকিৎসার ব্যবস্থার দাবি জানান। পুলিশের সঙ্গে সংঘর্ষে খালাস জামায়াতের ২০০ নেতাকর্মীপুলিশের সঙ্গে সংঘর্ষে খালাস জামায়াতের ২০০ নেতাকর্মী
এর আগে রোববার এক সাংবাদিক সম্মেলন এই প্রতীকী ফাঁসি ঘোষণা দেন ছাত্র পরিষদ সভাপতি। এলএবাংলাটাইমস/আইটিএলএস