বাংলাদেশ

৯ জানুয়ারি বিশ্ব ইজতেমা, ভিসা নেই ৫ দেশের

ইবোলায় আক্রান্ত আফ্রিকার ৫টি দেশের মুসল্লিদের আসন্ন বিশ্ব ইজতেমায় না আসার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইজতেমা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, "যেসব দেশ ইবোলা আক্রান্ত যেসব দেশের মুসল্লিদের এবার ইজতেমায় না আসার অনুরোধ করবো। লাইবেরিয়া, মালি, সিরেয়ালিয়ন, নাইজেরিয়া ও ঘিনি দেশের মুসল্লিরা যাতে এবারের ইজতেমায় অংশ না নেয়। আমাদের এই সিদ্ধান্ত ওইসব দেশে বাংলাদেশি মিশনে জানানো হবে। তাদেরকে ভিসা না দেওয়ার জন্য অনুরোধ করা হবে।"
তিনি বলেন, "গত বছরের মতো এবারো দুই ভাগে বিভক্ত হয়ে আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি এবং পরে ১৬, ১৭ ও ১৮ জানুয়ারিতে ঢাকায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।"
ইজতেমা চলাকালে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে প্রবেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি স্থাপন, ও যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ইতোমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন-এর যৌথ ব্যবস্থাপনায় বিমানবন্দরে যাত্রীদের তাপমাত্রা পরিমাপের যন্ত্র বসানো হয়েছে।
মন্ত্রী জানান, যদি কারো শরীরের তাপমাত্রা বেশি পরিলক্ষিত হয় তবে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।