ক্ষমাতসীন আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় মার্কা (প্রতীক) দিয়ে ফ্যাসাদ সৃষ্টি করা হয়েছে। ফ্যাসাদ আল্লাহ পছন্দ করেন না। তাদের (আওয়ামী লীগের) প্রার্থী বেশি হয়ে গেছে। তাই সর্বত্র বিদ্রোহী প্রার্থী। এ জন্য ওরা (আওয়ামী লীগ) নিজেরা নিজেরা মারপিট করে মরছে। সুষ্ঠু নির্বাচন হলে তারা ৪০টি আসনও পাবে না।
শনিবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় মে দিবস উপলক্ষে অয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যন ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, আপনারা সবাই বিগত দিনে ঐক্যবদ্ধ ছিলেন বলেই আমরা উন্নয়ন করতে সক্ষম হয়েছি।
তিনি ইউনিয়র পরিষদ নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে ক্ষোভের সঙ্গে বলেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি তাতে প্রশাসনের সাহায্য নেইনি। ভোটের মাধ্যমে জনগণ যে রায় দেবে তা আমরা মাথা পেতে নেব। কিন্তু আপনারা (আওয়ামী লীগ) ম্যাজিস্ট্রেটকে রুমের মধ্যে আটক করে বিজয়ী হওয়ার জন্য কাগজপত্রে স্বাক্ষর করে নিবেন তা হবে না। আর এসপি সাহেবদের সাথে গোপনে বৈঠক করবেন এটা হবে না।
নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থাকার জন্য আহ্বান জানান ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের এই নেতা।
জেপির ভান্ডারিয়া উপজেলা কমিটির আহ্বায়ক মনিরুল হক জমাদ্দারের সভপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান টুলু, জেপি নেতা গোলাম সরওয়ার জমাদ্দার, ইউসুব আলী আকন, মশিউর রহমান মৃধা প্রমুখ।
শনিবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় মে দিবস উপলক্ষে অয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যন ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, আপনারা সবাই বিগত দিনে ঐক্যবদ্ধ ছিলেন বলেই আমরা উন্নয়ন করতে সক্ষম হয়েছি।
তিনি ইউনিয়র পরিষদ নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে ক্ষোভের সঙ্গে বলেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি তাতে প্রশাসনের সাহায্য নেইনি। ভোটের মাধ্যমে জনগণ যে রায় দেবে তা আমরা মাথা পেতে নেব। কিন্তু আপনারা (আওয়ামী লীগ) ম্যাজিস্ট্রেটকে রুমের মধ্যে আটক করে বিজয়ী হওয়ার জন্য কাগজপত্রে স্বাক্ষর করে নিবেন তা হবে না। আর এসপি সাহেবদের সাথে গোপনে বৈঠক করবেন এটা হবে না।
নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থাকার জন্য আহ্বান জানান ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের এই নেতা।
জেপির ভান্ডারিয়া উপজেলা কমিটির আহ্বায়ক মনিরুল হক জমাদ্দারের সভপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান টুলু, জেপি নেতা গোলাম সরওয়ার জমাদ্দার, ইউসুব আলী আকন, মশিউর রহমান মৃধা প্রমুখ।