বাংলাদেশ

দিনাজপুরে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গবন্ধুর বিরুদ্ধে বক্তব্যের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে দিনাজপুরের একটি আদালত।

বুধবার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আহসানুল হক এই আদেশ দেন।
২০১৪ সালের ২৩ ডিসেম্বর দিনাজপুর জেলা ছাত্রলীগ নেতা পারভেজ আহম্মেদ চৌধুরী পরাগ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
বুধবার ওই মামলার শুনানি হয় বলে বাদীর আইনজীবী শামসুর রহমান পারভেজ জানান।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপির এক আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করেন।
বঙ্গবন্ধুর বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়ায় দেশের একজন নাগরিক হিসেবে বাদীর সম্মানহানি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
বাদীর আইনজীবী শামসুর রহমান পারভেজ বলেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার পর সমন জারি হয়। এরপর তিনি আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়।