বাংলাদেশ

এতিম-প্রতিবন্ধীদের নিয়ে প্রধানমন্ত্রীর ইফতার

তৃতীয় রমজানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা, এতিম, শারীরিক প্রতিবন্ধী শিশু এবং আলেম-উলামাদের সঙ্গে নিয়ে ইফতার করেছেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন মসজিদ-মাদ্রাসার বিশিষ্ট আলেম-উলামারা ইফতার মাহফিলে যোগ দেন।

ইফতারের আগে প্রধানমন্ত্রী অতিথিদের জন্য সাজানো বিভিন্ন টেবিলে যান, তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খোঁজ-খবর নেন।

এছাড়া অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।




এলএবাংলাটাইমস/এন/এলআরটি