বাংলাদেশ

জঙ্গি দমন অভিযানের দুই দিন: গ্রেপ্তার ৫৩২০, জঙ্গি মাত্র ৮৫!

শুক্রবার থেকে দুই দিনে সারাদেশে সাঁড়াশি অভিযানে ৫৩২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে মাত্র ৮৫ জন জঙ্গি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়াটার্স।

সারাদেশে দ্বিতীয় দিনের সাঁড়াশি অভিযানে ৪৮ জঙ্গিসহ ২১৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জঙ্গি ছাড়া বাকিদের মধ্যে ১৪৯৬ জন আদালতের পরোয়ানাভুক্ত এবং বাকী নিয়মিত ‍মামলার আসামি।

এই ৫৮৮ জনের মধ্যে ৩৯১ জন মাদক মামলার ও ৪১ জন অস্ত্র মামলার আসামি। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার দুপুরে পুলিশ হেডকোয়াটার্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান এ তথ্য জানান।

এর আগে প্রথম দিন সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৭ জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও বিভিন্ন মামলায় তিন হাজার ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে শুক্রবার থেকে দুই দিনে ৮৫ জন ‘জঙ্গি’সহ মোট ৫৩২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ।

এসব জঙ্গিকে কোন কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

এদিকে সারাদেশে সাঁড়াশি অভিযান নিয়ে বিএনপি এবং জামায়াতের অভিযোগ তাদের দলীয় নেতাকর্মীদের বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি