বাংলাদেশ

জুনাইদ আহ্‌মেদ পলকের ‘হারানো দুটি সোয়েটার’ পাওয়া গেছে

কারাগার থেকে দুটি সোয়েটার হারিয়ে যাওয়ার দাবি করেছিলেন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। গতকাল বিকেলে সেই সোয়েটার পাওয়া গেছে বলে জানায় কারা কর্তৃপক্ষ।  কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কারাগারে থাকা বেশ কিছু জামা কাপড়ও পাওয়া গেছে। এর আগে গতকাল সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোয়েটার হারানোর কথা জানান জুনাইদ আহ্‌মেদ পলক। আগামী শীত পর্যন্ত কারাগারে থাকতে হলে সোয়েটার জোগাড় করতে হবে বলেও জানান তিনি। মক্কেলের সোয়েটার হারানোর কথা গণমাধ্যমকে জানান পলকে আইনজীবীও। আবদুল্লাহ আল মামুন গতকাল গণমাধ্যমকে বলেন, কারাগার থেকে জুনাইদ আহ্‌মেদ পলকের সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য জানার পর তিনি তার কর্মকর্তাদের বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেন। পরে খোঁজখবর নিয়ে জানা গেছে, পলকের সোয়েটারসহ শীতের কাপড় কারাগারের স্টোররুমে জমা আছে। সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে এসেছিলেন। তখন পলক শীতের কাপড় তার স্ত্রীকে দেওয়ার জন্য কারাগারের নিরাপত্তারক্ষীর কাছে দিয়েছিলেন। কিন্তু অসাবধানতাবশত কারারক্ষীরা তা ভুলে গিয়েছিলেন। আবদুল্লাহ আল মামুন আরও জানান, সেদিন বন্দীদের সঙ্গে সাক্ষাৎ গ্রহণ শেষ হলে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে ওই ব্যাগের মালিকানা না পাওয়ায় আবার সেটি কারাগারের স্টোররুমে রাখা হয়। আদালতে সোয়েটার হারিয়ে যাওয়ার অভিযোগ তোলার পর কারা তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, আলোচনায় থাকার জন্য জুনাইদ আহ্‌মেদ পলক উদ্ভট সব দাবি করে থাকেন। এই সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য, এমন একটি উদ্ভট দাবি। কারাগার থেকে কোনো বন্দীর জিনিসপত্র হারানোর সুযোগ নেই। গত বছরের ১৪ আগস্ট গ্রেপ্তার হন গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলক। ছয়টি মামলায় তাঁর মোট ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস