বাংলাদেশ

শ্রমিক দিবসের আনন্দ ম্লান, র‍্যালিতে দুই পক্ষের হাতাহাতিতে আহত ৪

জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত র‍্যালিতে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। আহতরা হলেন—শ্রমিক নেতা দুলাল মিয়া দুল্লু, রুবেল মিয়া, ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল্লাহ গালিব এবং বরকতউল্লাহ। আহতদের মধ্যে দুল্লু গুরুতর অবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থানা ইলেকট্রিক, ইলেকট্রনিকস ও প্লাম্বার মিস্ত্রী অ্যাসোসিয়েশন মে দিবস উপলক্ষে একটি র‍্যালি নিয়ে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিল। একই সময়ে পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সার কারখানা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ তালুকদারের নেতৃত্বে ৫০-৬০টি মোটরসাইকেলের একটি বহর র‍্যালিতে অংশ নিতে রওনা হয়।
পথিমধ্যে মোটরসাইকেল বহরটি র‍্যালির পেছনে এসে সাইড চাইলে প্রথমে স্থান সংকুলান না হওয়ায় ধাক্কাধাক্কি এবং কথা কাটাকাটি শুরু হয়। পরে মোটরসাইকেল থামিয়ে রাস্তা অবরোধ করলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর উভয় পক্ষই উপজেলা পরিষদ প্রাঙ্গণে গেলে সেখানে ফের সংঘর্ষ শুরু হয়। এ বিষয়ে শ্রমিক নেতা মোরশেদ তালুকদার বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মে দিবস উপলক্ষে মোটরসাইকেল বহর নিয়ে যাচ্ছিলাম। রাস্তায় সাইড চাইলে তারা ক্ষুব্ধ হয়ে পড়ে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। অন্যদিকে ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল্লাহ গালিব বলেন, এটা মূলত ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে, এর বাইরে কিছু নয়। এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া জানান, আগে-পরে যাওয়াকে কেন্দ্র করে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলএবাংলাটাইমস/আইটিএলএস