বাংলাদেশ

দেশ চল‌ছে ভারত-বাংলা‌দে‌শের গোয়েন্দা‌ সংস্থার যৌথ প্রযোজনায়: গ‌য়েশ্বর

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায়  বলেছেন, বর্তমা‌নে দেশ চল‌ছে ভারত ও বাংলা‌দে‌শের গোয়েন্দা‌ সংস্থার যৌথ প্রযোজনায়।


শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজম্ম ৭১ আয়োজিত ‘রাজনীতির অস্থিরতা ও গণতন্ত্রের ভবিষৎ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


সম্প্রতি বিএনপি শীর্ষস্থানীয় নেতারা ভারতের বাংলাদেশ নীতির সমালোচনা করেছেন। ভারতের নৌ ট্রানজিটেরও সমালোচনা করেছেন দলটির নেতারা।


গত ২২ জুন এক ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া বলেন, এই সরকার ক্ষমতার আসার পর থেকেই দেশকে অন্যের হাতে তুল দেওয়া জন্য কাজ করছে। বিডিআর হত্যাকাণ্ড দিয়ে এর সূত্রপাত করেছে।


২০ জুন এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনগণের ওপর চেপে বসা’ সরকারকে প্রশ্রয় না দিয়ে ভারত বাংলাদেশের ‘গণতন্ত্রকামী’ মানুষের সঙ্গে থাকবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি।


এরই ধারাবাহিকতায় আজ মুখ খুললেন গয়েশ্বর।


সরকারের উদ্দেশ্যে গয়েশ্বর ব‌লেন, আপ‌নারা কি গ্যারা‌ন্টি দি‌তে পারবেন যে জামায়াতকে নি‌ষিদ্ধ কর‌লেই দে‌শের সমস্যার সমাধান হ‌য়ে যায‌বে? উপ‌জেলা, ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ভোট ডাকা‌তি হ‌বে না?


এটা হালে আসুন আমরা সবাই মি‌লে জামায়াত‌কে নি‌ষিদ্ধ ক‌রি । আমরা জা‌নি আপ‌নারা সে গ্যারা‌ন্টি দি‌তে পা‌রবেন না।


গ‌য়েশ্বর চন্দ্র ব‌লেন, বাংলা‌দে‌শের স্বাধীনতা যু‌দ্ধে জামায়াত দে‌শের স্বাধীনতার বিরু‌দ্ধে অবস্থান নি‌য়ে‌ছিল ঠিকই , কিন্তু  এ দেশ স্বাধীন হওয়ার পর  বাংলা‌দেশের অস্তিত্বকে স্বীকার করেই  তারা রাজনী‌তি কর‌ছে।


তি‌নি ব‌লেন, বিচার বিভাগ‌কে আ‌গে নি‌শ্চিত কর‌তে হ‌বে যে তারা স্বাধীনভা‌বে কাজ কর‌বেন, না কি আইনমন্ত্রী ও খাদ্যমন্ত্রী কামরু‌ল ইসলামের ফো‌নের অপেক্ষায় থাক‌বে।


এ সম‌য়ে তি‌নি নেতাকর্মী‌দের উদ্দে শ্য ক‌রে ব‌লেন, কিছু কর‌লেও  হা‌সিনা  সরকার  আমা‌দেরকে  জে‌লে নি‌বে, না কর‌লেও নিবেন, তাই আসুন কিছু ক‌রে বা কিছু ব‌লেই জে‌লে যাই।


সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাবেক সাংসদ সৈয়দ আশিফা আশরাফ পাপিয়া, ঢাকা বিভাগীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি