বাংলাদেশ

ইসলামী ব্যাংকের ইসি চেয়ারম্যান সৈয়দ পারভেজ

ইসলামী ব্যাংকের নতুন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর সৈয়দ আহসানুল আলম পরভেজকে।

শনিবার ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের সভাপতিত্বে এ সভা হয়। সভায় ব্যাংকের ডাইরেক্টরগণ ও ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

সভায় প্রফেসর সৈয়দ আহসানুল আলমকে চেয়ারম্যান করে এক্সিকিউটিভ কমিটি, হেলাল আহমেদ চৌধুরীকে চেয়ারম্যান করে অডিট কমিটি এবং মো. আবদুল মাবুদ, পিপিএম কে চেয়ারম্যান করে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি পুনর্গঠন করা হয়। 

এ ছাড়া সৌদি আরবের ইউসিফ আবদুল­াহ আল-রাজী ও এম. আযীযুল হককে ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনায় অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ  করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া বিনিয়োগ সম্প্রসারণ করে দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দিক-নির্দেশনা দেয়া হয়। 


এলএবাংলাটাইমস/এন/এলআরটি