বাংলাদেশ

স্ত্রী হত্যাকাণ্ডে এসপি বাবুলকে জিঞ্জাসাবাদ

এসপি বাবুল আক্তারকে ডিবি কার্যালয় থেকে শনিবার বিকেল ৪টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে।

এসপি বাবুল আক্তার নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে রাজধানীর বনশ্রীতে শ্বশুরের বাসায় রয়েছেন।

শনিবার বিকাল সোয়া ৪টার দিকে গণমাধ্যমে তিনি দাবি করেছেন, মামলার তদন্তের বিষয়ে ‘আলোচনা করতে’ তাকে ডেকে নেওয়া হয়েছিল।

তবে ওই সময় বাবুল আক্তার কোথায় ছিলেন, সে তথ্য তিনি দেননি।

স্ত্রী হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে কি না- এই প্রশ্নে বাবুল আক্তার ফোনে পাল্টা প্রশ্ন করেন, এগুলো কে বলল?

তিনি বলেন, আমাকে গ্রেপ্তার করা হয়নি। যারা তদন্ত করছেন, তারা বিভিন্ন বিষয়ে আমার সাথে আলোচনা করেছেন।

সারা রাত তাদের এই ‘আলোচনা’ হয়েছে কি না- এ প্রশ্নের উত্তর এড়িয়ে যান জঙ্গি দমন অভিযানের জন্য আলোচিত এই পুলিশ কর্মকর্তা, যার স্ত্রী ২০ দিন আগে চট্টগ্রামে প্রকাশ্য রাস্তায় খুন হয়েছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি