২০৪১ নম্বরে কল করেই যে কেউ পুলিশ, চিকিৎসক, আইনজীবী, ফায়ার সার্ভিসের সেবা পাবেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ সেবা চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
জাতীয় হেল্পডেস্ক চালু করতে মতবিনিময় ও সমন্বয় সভার কার্য পরিকল্পনা ঠিক করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সবাই শিক্ষিত নই। একজনের পক্ষে একাধিক নম্বর মনে রাখা কষ্টকর। তাই দেশের ১৬ কোটি মানুষ যাতে সহজে একটি নম্বরে ফোন করে প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন আমরা সে পরিকল্পনা নিয়েছি। আমরা ২০৪১ সালে উন্নত দেশ হতে চাই। সেই উন্নত দেশের উন্নত সেবার দিকে দৃষ্টি রেখে আমরা নম্বরটি প্রস্তাব করেছি ২০৪১।
সোমবার রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
জাতীয় হেল্পডেস্ক চালু করতে মতবিনিময় ও সমন্বয় সভার কার্য পরিকল্পনা ঠিক করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সবাই শিক্ষিত নই। একজনের পক্ষে একাধিক নম্বর মনে রাখা কষ্টকর। তাই দেশের ১৬ কোটি মানুষ যাতে সহজে একটি নম্বরে ফোন করে প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন আমরা সে পরিকল্পনা নিয়েছি। আমরা ২০৪১ সালে উন্নত দেশ হতে চাই। সেই উন্নত দেশের উন্নত সেবার দিকে দৃষ্টি রেখে আমরা নম্বরটি প্রস্তাব করেছি ২০৪১।