কুমিল্লার দেবীদ্বারে সড়ক বন্ধ করে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে উপজেলার পৌরসভার পোনরা বাজারের এমন ঘটনায় বিপাকে পড়েছে সড়কে চলাচলকারী যাত্রীরা।
আজ বুধবার সকাল থেকে গরু-ছাগল নিয়ে সড়কের উপর কেনা-বেচা শুরু করায় এ সড়ক দিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, সড়কটি ‘কুমিল্লা-সিলেট’ আঞ্চলিক মহাসড়ক থেকে দেবীদ্বার হয়ে চান্দিনায় ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের’ একটি সংযোগ সড়ক।
এই সড়কে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকার শত শত যানবাহন ও মালবাহী গাড়ি চলাচল করে। সড়ক বন্ধ থাকায় বিপাকে পড়তে হয় যাত্রীদের।
যাত্রীদের অভিযোগ, সড়কের ওপর জায়গাটুকু খালি রাখলে যান চলাচলে কোনো সমস্যা হতো না, আমাদের এভাবে দুর্ভোগ পোহাতে হতো না। সিএনজিচালক আলী হোসেন জানান, ভিরাল্লা থেকে চান্দিনার যাত্রী নিয়ে এই সড়কে এসেছি, এখন দেখি পশুর হাটের কারণে সড়কটি বন্ধ। তাই এখন ৫ কিলোমিটার ঘুরে যেতে হবে আমার।
পিকআপচালক রমিজ মিয়া বলেন, মালামাল নিয়ে দাউদকান্দি যাবো, ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ ও কংশনগর বাজারে পশুর হাট বসেছে, তাই যানজট এড়াতে ভিড়াল্লা-চান্দিনা সড়কে এসে এখানেও বিপাকে পড়তে হয়েছে। পৌরসভার বাজার পরিদর্শক আলমগীর হোসেন বলেন, এই পোনরায় কোরবানির গরু-ছাগলের বাজার ইজারা নিয়েছেন এরশাদ মিয়া। সড়ক বন্ধ করে বাজার পরিচালনা করা যায় কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, এইটাতো আর মহাসড়ক নয়, যারা এ সড়কে চলাচল করে তারা ভিন্ন সড়কে চলাচল করবে। ঈদের বাজার যেহেতু তাই জনসার্থে তাদের সুযোগ দেওয়া হয়েছে।
দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মোহাম্মদ শাহিন মিয়া বলেন, সড়ক বন্ধ করে বাজার পরিচালনা করার খবরটি পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেখানে ফোর্স পাঠিয়েছি। এই বিষয়ে পৌর প্রশাসক ও দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম জানান, সড়ক বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনভাবেই বাজার পরিচালনা করা যাবে না। বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করছি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
যাত্রীদের অভিযোগ, সড়কের ওপর জায়গাটুকু খালি রাখলে যান চলাচলে কোনো সমস্যা হতো না, আমাদের এভাবে দুর্ভোগ পোহাতে হতো না। সিএনজিচালক আলী হোসেন জানান, ভিরাল্লা থেকে চান্দিনার যাত্রী নিয়ে এই সড়কে এসেছি, এখন দেখি পশুর হাটের কারণে সড়কটি বন্ধ। তাই এখন ৫ কিলোমিটার ঘুরে যেতে হবে আমার।
পিকআপচালক রমিজ মিয়া বলেন, মালামাল নিয়ে দাউদকান্দি যাবো, ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ ও কংশনগর বাজারে পশুর হাট বসেছে, তাই যানজট এড়াতে ভিড়াল্লা-চান্দিনা সড়কে এসে এখানেও বিপাকে পড়তে হয়েছে। পৌরসভার বাজার পরিদর্শক আলমগীর হোসেন বলেন, এই পোনরায় কোরবানির গরু-ছাগলের বাজার ইজারা নিয়েছেন এরশাদ মিয়া। সড়ক বন্ধ করে বাজার পরিচালনা করা যায় কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, এইটাতো আর মহাসড়ক নয়, যারা এ সড়কে চলাচল করে তারা ভিন্ন সড়কে চলাচল করবে। ঈদের বাজার যেহেতু তাই জনসার্থে তাদের সুযোগ দেওয়া হয়েছে।
দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মোহাম্মদ শাহিন মিয়া বলেন, সড়ক বন্ধ করে বাজার পরিচালনা করার খবরটি পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেখানে ফোর্স পাঠিয়েছি। এই বিষয়ে পৌর প্রশাসক ও দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম জানান, সড়ক বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনভাবেই বাজার পরিচালনা করা যাবে না। বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করছি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস