বাংলাদেশ

গুলশান হামলা : শুরু থেকে শেষ

রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা ও জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটেছে। প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর শনিবার সকাল সোয়া নয়টার দিকে সেনাবাহিনী, সোয়াত, পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বিত অভিযানে ১৩ জিম্মিকে উদ্ধার করা হয়। ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এ সময় ৭ সন্ত্রাসীর মধ্যে ৬ জন নিহত হন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, কমান্ডো অভিযানে আমরা ১৩ জনকে বাঁচাতে পেরেছি। কয়েকজন মারা গেছেন। হামলাকারী ৬ সন্ত্রাসী নিহত হয়েছে। ১ জন ধরা পড়েছে। সন্ত্রাসীদের কেউ পালাতে পারেনি।

ঘটনার শুরু : শুক্রবার রাত পৌনে ৯টার দিকে  গুলশান ২ নম্বরের কাছে ৭৯ নম্বর রোডের হলি আর্টিসান রেস্তোরাঁয় একদল অস্ত্রধারী হামলা চালালে অবস্থানরত বিদেশিসহ কমপক্ষে ৩০ অতিথি সেখানে আটকা পড়েন।



পুলিশের উপস্থিত:  আর্টিসান  রেস্তোরাঁয় অস্ত্রধারীদের হামলা  প্রায় ৩০ মিনিট পর সেখানে পুলিশ উপস্থিত হয় এবং অসংখ্য গুলির শব্দ পাওয়া যায়। পরে পুলিশ ওই বেকারিতে ঢোকার চেষ্টা করলে ভেতর থেকে ‘গ্রেনেড’ ছোড়া হয়।

দুই পুলিশ কর্মকর্তা নিহত: অস্ত্রধারীদের হামলার ঘটনায় বনানী থানার ওসি সালাউদ্দিন গুরুতর আহত হলে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া এই ঘটনায় আহত ডিবি পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম একই হাসপাতালে মারা যান।

বোমার বিস্ফোরণ: শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটে আর্টিসান রেস্তোরাঁয় অস্ত্রধারীরা পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এর কিছুক্ষণ পর সেখান থেকে গুলির শব্দ পাওয়া যায়।



সরাসরি সম্প্রচারে মানা:
  বোমা বিস্ফোরণের ঘটনার পর শুক্রবার রাত ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এ সময় তিনি বিভ্রান্তিকর খবর এড়াতে এবং আতঙ্ক সৃষ্টি ঠেকাতে টেলিভিশনগুলোকে সরাসরি সম্প্রচার না করতে অনুরোধ করেন। এরপরই দেশের টেলিভিশনগুলো সরাসরি সম্প্রচার থেকে সরে যায়।

আইএসের দায় স্বীকার:  আর্টিসান রেস্তোরাঁয় হামলা চালিয়ে দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করার ঘটনায় দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) । শনিবার রাত দেড়টার দিকে (বাংলাদেশ সময়‍) আইএসের সংবাদ সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এই খবর  প্রকাশ করে। আমাক বলে, হামলায় ‘২৪ জন নিহত এবং ৪০ জন আহত’ হয়েছেন, যাদের কয়েকজন বিদেশি।

জিম্মি উদ্ধারে অভিযান:
সেনাবাহিনী, সোয়াত, পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে জিম্মি উদ্ধার অভিযান শুরু হয় শনিবার সকাল সাড়ে সাতটার পর। অভিযান শুরুর প্রায় ৪৫ মিনিট পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণে।



সেনাপ্রধান ও নৌবাহিনী প্রধান ঘটনাস্থলে: শনিবার  সকাল সোয়া ৮টার দিকে  ঘটনাস্থলে আসেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ।

প্রধানমন্ত্রীর বক্তব্য: শনিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গুলশানের  হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার ঘটনায় ১৩ জনকে বাঁচাতে পেরেছি। হামলাকারী ৬ সন্ত্রাসী নিহত হয়েছে। এবং ১ জন ধরা পড়েছে।


আইএসপিআরের সংবাদ সম্মেলন: 
গুলশানের স্প্যানিশ রেস্টুরেন্ট হলি আর্টিসানে শুক্রবার রাতেই সন্ত্রাসীরা বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে। হামলার পর সেখান থেকে ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। সকালে কমান্ডো অভিযানে জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ জনকে। এ সময় ৭ সন্ত্রাসীর মধ্যে ৬ জন নিহত হন। সন্দেহভাজন এক সন্ত্রাসী গ্রেফতার হয়। শনিবার দুপুরে আইএসপিআর সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানায়।