বাংলাদেশ

গুলশানে হামলাকারীদের ছবি প্রকাশ আইএসের : সাইট

রাজধানী গুলশানে স্পানিশ রেস্তোরাঁয় হামলাকারী পাঁচজনের ছবি প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এক টুইটার বার্তায় এ দাবি করেছে জঙ্গি হুমকি নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক বিতর্কিত সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপ পাঁচ ব্যক্তির ছবি প্রকাশ করেছে। বলা হচ্ছে এরাই গুলশানে রেস্তোরাঁয় হামলা করেছে। যে পাঁচজনের ছবি প্রকাশ করা হয়েছে, তারা সবাই বিদেশি নাগরিক বলেও দাবি করা হয়েছে।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপের সহপ্রতিষ্ঠাতা রিতা কাৎজ তার টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন, গুনশান হামলার দায় স্বীকারকারী আইএস এই পাঁচজনের ছবি প্রকাশ করেছে। তবে রিতা কাৎজের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে সন্দেহ রয়েছে।

ছবি প্রকাশ করা হলেও তাদের পরিচয় উল্লেখ করা হয়নি। ফলে এ নিয়ে বিভ্রান্তি থেকে যাচ্ছে।

সন্ত্রাসবাদ পর্যবেক্ষণকারী আরেকটি সংস্থা টেররিজম মনিটর একই ব্যক্তিদের নাম প্রকাশ করেছে। তাদের দাবি, এরা হলো- আবু ওমর, আবু সালমাহ, আবু মুসলিম, আবু রহিম এবং আবু মুহারিব।

শনিবার রাতে সন্দেহভাজন পাঁচ হামলাকারীর ছবি প্রকাশ করেছে। জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযানের সময় এরা নিহত হয়।

পুলিশ ও আইএসের প্রকাশিত ছবির মধ্যে চারজনের চেহারায় মিল পাওয়া যাচ্ছে। আরেকজনের যে ছবি পুলিশ প্রকাশ করেছে, তা আইএসের প্রকাশিত পঞ্চম জনের কি না, তা পরিষ্কার নয়।

শনিবার কমান্ডো অভিযানের মধ্য দিয়ে শেষ হয় ১২ ঘণ্টার জিম্মি নাটক। এ ঘটনায় সব মিলে ২৮ জন নিহত হয়েছে। হামলাকারীরা ২০ জিম্মিকে হত্যা করে। পুলিশের দুই কর্মকর্তা হামলাকারীদের সঙ্গে গোলাগুলির সময় নিহত হন। ছয় হামলাকারী উদ্ধার অভিযানের সময় নিহত হয়। সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।

এর আগে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক দাবি করেন, হামলাকারীদের মধ্যে পাঁচজন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, যাদের খুঁজছিলেন তারা।

এদিকে ঢাকায় গুলশানে নারকীয় হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্বনেতারা। সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার কথা বলেছেন তারা।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বিশ্বজুড়ে জঙ্গি হুমকি ইস্যুতে কাজ করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আইএসের হামলার দায় স্বীকার নিয়ে তথ্য প্রকাশ করে আসছে এ সংস্থাটি। তবে বাংলাদেশ সরকার সাইটের তথ্যের সঙ্গে একমত নয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি