বাংলাদেশ

সর্বদলীয় বৈঠক ডাকুন, সরকারের প্রতি এরশাদ

রাজধানীর গুলশানের হলি আর্টিজান নামের ক্যাফেতে বন্দুকধারীদের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির একাংশের (এরশাদ) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এ ধরনের জঙ্গি তৎপরতা মোকাবেলায় সর্বদলীয় বৈঠক ডাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে এরশাদ বলেন, ‘রাজধানীর কূটনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত গুলশানে হলি আর্টিজান নামের ক্যাফেতে সন্ত্রাসী হামলায়  দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করে হতাহতের ঘটনা ঘটেছে। এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম  দেখা গেল। একইসঙ্গে দেশে পুরোহিত-পাদ্রী-সেবায়েত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই যাচ্ছে। এসব ঘটনা আমাদের অস্তিত্বকে হুমকির সম্মুখীন করে তুলছে।’

বিবৃতিতে সন্ত্রাসী হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এরশাদ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি