পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের পুকুরে ধরা পড়েছে একটি ইলিশ। শনিবার দুপুরের দিকে এ মাছটি ধরা পড়ে। তবে পুকুর থেকে ডাঙায় তোলার পর মাছটি মারা যায়।
ইলিশ ধরা পড়ার খবর শুনে একনজর দেখার জন্য আশপাশের অনেক মানুষ ভিড় করেন। জেলেরা জানান, পুকুরে জাল দিয়ে টান দিলে, অন্য মাছের সাথে ইলিশ মাছটাও ধরা পড়ে। পুকুরে ইলিশ মাছ এই প্রথম দেখেছেন। এছাড়া একই জালে কোরাল, তেলাপিয়া, রুই, কাতল, মিনার কাপ ও চিংড়িও ওঠে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম ইলিশ ধরা পড়ার ছবি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, কলাপাড়া ইউএনও বাংলো পুকুরে জীবিত ইলিশ! পুকুরের সাথে পার্শ্ববর্তী খালের একটি সংযোগ রেখেছিলাম। হয়তো সেখান থেকে ইলিশ মাছ প্রবেশ করতে পারে। একটি লাক্ষা (তাড়িয়াল) মাছও পেয়েছি। ইলিশ মাছটির দৈর্ঘ্য ৯ ইঞ্চি (প্রায়)। তাড়িয়াল ১ ফুট। খালগুলো পরিষ্কার রাখতে পারলে মাছের আনাগোনা বাড়বে বলে মন্তব্য করেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস